আবার বলছি : যদি এরকমই চলে তবে হজ্জে এবার বিদেশিদের আসতে দেবে না। খুব ছোট করে হবে, সৌদিদের নিয়ে। আর যদি সৌদিতেও ভাইরাস ছড়িয়ে পড়ে তবে শুধু মক্কা বাসি হজ্জ করবে। মক্কার বাহির থেকে কাউকে আসতে দেবে না।
হজ্জের সময় গন্ডোগোল, সরকার পতন এসবের সম্ভাবনা নেই।
^^^ এরকম স্পষ্ট করে আমি সাধারনতঃ কিছু বলি না। কারন এগুলো মিলে না। শেষে ভিন্ন কিছু হয়। এর পরও বললাম কারন নয়তো অন্যরা মনে করবে আমি যেন স্পষ্ট করেই আরো কঠিন কিছু বলছি।
হজ্জের এখনো বহু সময় আছে। তখন দেখা যাবে। ভাইরাস নিয়েও হজ্জ হতে পারে। সম্ভাবনা কম যদিও। সৌদিরা এগুলো পছন্দ করে না।