Post# 1582850442

28-Feb-2020 6:40 am


গতরাতে নারায়নগঞ্জে তবলিগ মারকাজ মসজিদের দখল নিয়ে দুই পক্ষে সংঘর্ষ। ৩০ জন আহত। পত্রিকার খবর। হয়তো আজকে দুই পক্ষের ফেসবুক পোষ্ট থেকে জানা যাবে ডিটেলস কি হয়েছিলো।

"তবলিগের দ্বন্ধ বাড়লে পুরো জাতিতে দ্বন্ধ বাড়তে দেখবে" - তবলিগের মুরুব্বিরা সবসময় এই কথা বলতেন।

৯৪ এর দিকে কাকরাইলে দ্বন্ধ আরম্ভ হয় তখনকার আমির আব্দুল আজিজ সাহেব মারা যাবার পরে। এর কিছু দিন পর আরম্ভ হয় দেশে তত্তাবধায়ক আন্দোলনের দ্বন্ধ।

১৩ সালে মুশফিক স্যারের দ্বন্ধ। কিছু দিন পর আরম্ভ হয় শাহবাগ-শাপলা।

এর পর এই কয়েক বছর দিল্লির নিজামুদ্দিনই বিভক্ত। কিছু দিন পর এখন দিল্লিতেও রায়ট জ্বলা আরম্ভ হয়েছে।

আমাদের দেশেও তবলিগে রক্তাক্ত সংঘর্ষ চলছে। কিছু দিন পরে কি দেখবো সেটা দেখার অপেক্ষায়।

এই রকম সংঘর্ষ ৪০ বছর আগে দেখতাম হতো তবলিগওয়ালা বনাম মাজার-পন্থিদের মাঝে। নিজেদের মাঝে হবে এটা কখনো কল্পনাতেও আসতো না।

28-Feb-2020 6:40 am

Published
28-Feb-2020