Post# 1582829391

28-Feb-2020 12:49 am


এই সারা দুনিয়া থেকে ওমরা বন্ধ হয়ে যাওয়া সৌদির ইতিহাসে প্রথম। এর বাদশাহ যেহেতু নিজেকে সবসময় দুই মসজিদের খাদেম হিসাবে পরিচয় দিয়ে আসে। হ্যা সারা দুনিয়া থেকে বন্ধ করা হয়েছে, আমিরাত সহ। কেবল স্থানীয় আর সৌদিরা করতে পারবে এখন।

এর আগে,

'৭৯ সালে, মক্কা অবরোধের পরে। কাবা শরিফ খালি ছিলো মাস খানেক। কিন্তু সেটা ছিলো হজ্জের শেষে। ওমরার ভর মওসুমের আগে।

'০৪ সালে সার্স ছিলো। কিন্তু হাজিদের মাঝে কোনো ভয় ছিলো না।

'১৪ সালে ছিলো মার্স। ভয় ছিলো। আল্লাহর রহমতে কিছু হয় নি।

'১৫ সালে বর্তমান বাদশাহ ক্ষমতায় আসার প্রথম বছর হজ্জে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটে একের পর এক ৫-৭ টা বড় বড় দুর্ঘটনায়।

'১৮ সালে কাবার গিলাফ বাতাসে উড়ে দেয়াল উন্মুক্ত হয়ে গিয়েছিলো।
সবাই তুলনা করছিলো আব্বাসি খিলাফা পতনের আগে এরকম গিলাফ উড়ে যাওয়ার সাথে।

সামনের হজ্জের সময় কি হয় এটা দেখার বিষয়।

সবগুলো নিদর্শন।

28-Feb-2020 12:49 am

Published
28-Feb-2020