তবলিগের সাদ পন্থিরা। প্রচন্ড আলেম বিদ্বেষি হয়ে এখন বড় হচ্ছে। যারা হয়তো ৬ বছর আগে আলেমদের কাছে নিচে বসে থাকতো। অনেকটা আমাদের কড়া জিহা/দি ভাইদের আকিদার মতো।
কি বুঝবো? সত্যি জানি না। হয়তো আলেমরা সত্যিই দরবারি দুনিয়াদার হয়ে যাচ্ছে। বা হয়তো আলেমরাই হকের উপর আছে, কিছু দিন পরে তাদেরকেই কান্ডারি হিসাবে দেখবো।
সা'দ পন্থিরা? তবলিগের কাজের ব্যপারে সবচেয়ে অগ্রগামি, "গোড়া-তবলিগ", আমলের ব্যপারে সবচেয়ে কড়া যারা ছিলো তারাই সা'দ পন্থি। আগেও তারা এই কাজের লিডে ছিলো, এখনো তাই।
কি বুঝবো? যদি তারাই ভুল হয় তবে তাদের এক্সট্রিমিজম শেষ পর্যন্ত তাদের ক্ষতির কারন হয়েছে। তবে বলতে হবে এর আগেও যারা এই কাজের এক্সট্রিমে বিশ্বাসি ছিলো তারা সকলেই ক্ষতিগ্রস্থ। এখন বেচে থাকুক বা না-থাকুক।
আর যদি তারাই ঠিক হয় তবে আলেমদের এই বিশাল জামাত এখন পথভ্রষ্ট। আমরা কিছু পরে বুঝতে পারবো।
সত্যিকার অর্থে আমি জানি না। কমেন্টে যে যাই জোর গলায় বা যুক্তি দিয়ে কোনো এক পক্ষ হক এই দাবি করুক না কেন।