Post# 1582710559

26-Feb-2020 3:49 pm


[ পোষ্টটা শুধু নিকটাত্মিয়দের জন্য ]

"বাচ্চাকে মাদ্রাসায় দিতে চাই। কি করবো?"

বাসায় নিজের কাছে রেখে মাদ্রাসায় পাঠিয়ে পড়ান। প্রতিদিন যাবে আবার শেষে আসবে।

"এভাবে কি এলম আদব ঈমান শিখতে পারবে?"

আগে, স্কুল-মাদ্রাসা ছিলো না। ছোটরা উস্তাদের বাসায় যেতো দিনের বেলা। দুই ঘন্টা উনার উঠানে পড়ে ফিরে আসতো। এভাবেই এলমের প্রসার হতো। সারা দিন মাদ্রাসায় পড়ে না থেকেও।

"বাচ্চাকে স্কুলে পাঠাবো নাকি মাদ্রাসায়?"

যদি সন্তানের নিজের দ্বিনের উপর চলার জন্য যতটুকু ইলম লাগে সেটা শিখাতে চান তবে ছোট বেলায় যত বছর ইচ্ছা মাদ্রাসায় পড়িয়ে এর পর স্কুলে দিন।

যদি চান আপনার সন্তান বড় হয়ে আলেম হয়ে মানুষকে দ্বিনের ইলম শিখাবে, তবে পূর্ন মাদ্রাসায় দিন।

তবে খেয়াল রাখবেন :

- নবীর উত্তরাধিকারিদের জন্য আল্লাহ তায়ালা দুনিয়ার সম্পদ রাখেন নি।

  • দ্বিন প্রচারের জন্য এখন প্রচুর আলেম আছে। এত যে দ্বন্ধ বেশি।
  • দুনিয়ার পেশাদার হবার জন্যও প্রচুর প্রতিযোগি ময়দানে। কম্পিটিশন প্রচন্ড।
  • কিন্তু দ্বিনি শিক্ষাকে যদি অধিক দুনিয়া উপার্জনের জন্য ব্যয় করে, তবে পরে সমস্যা দেখবেন যেটা আপনি বন্ধ করতে পারবেন না।

    এ থেকে নিজে বুঝে নিন আপনার পরিবেশ পরিস্থিতি থেকে। একেক জনের জন্য ভিন্ন।

    26-Feb-2020 3:49 pm

  • Published
    26-Feb-2020