সন্তানদের নিজের কাছে রেখে বড় করুন। ওস্তাদের কাছে রেখে না। ওস্তাদ আপনাকে যাই বুঝাক না কেন। যত দলিল আর যুক্তি দিয়ে।
করনীয় কিছু নিজের অন্তর দিয়ে বুঝতে হবে, কিছু বঝতে হবে আশে পাশের বাস্তবতা দেখে, কিছু ওস্তাদ থেকে, কিছু কোরআন হাদিস নিজে নিজে পড়ে।
সব ওস্তাদের উপর ছেড়ে দেবেন না। সে আপনাকে খেয়ে ফেলবে।
লিংক কমেন্টে।
দাবি : "আমার নিজের সন্তানকে পালার মতো সময় বা বাসায় জায়গা নেই। তাই ওস্তাদের হাতে ছেড়ে দেই। নিজের দায়িত্ব আর থাকলো না। আবার বেশি সোয়াবও হইলো।"
ভালো। এখন সন্তান মারা যাবার পরে ওস্তাদের বিরুদ্ধে মামলা করে আরো বড় লোক হন। সুযোগ আপনার।