Post# 1582617783

25-Feb-2020 2:03 pm


"জানা নেই"


স্ত্রীর সাইডের আত্মিয়। আমি সারা দিন তার গিবত করি। মানে "হেকমতের" সাথে আর কি। কি ভাবে এক শ্রেনীর মানুষদের জ্বলন্ত উদাহরন সে, এবং কি কারনে সে ভুল, এবং আমাদের তার মতো হওয়া উচিৎ না।

আজকে বাসায় দেখি দুই বক্স মিষ্টি। জিজ্ঞাসা করলাম "কে দিলো?"

বলে "এত দিন যাকে গালা গালি করেছো সে। বিদেশে যাচ্ছে। তুমি যে কি বলো সেটা তো আর সে জানে না। তোমাকে সে মনে করে আল্লাহ ওয়ালা, অনেক বড় বুজুর্গ। তাই মিষ্টি পাঠিয়ে বলেছে তোমাকে দোয়া করতে।"

শায়েখ, এই মিষ্টি খাওয়া কি জায়জ হবে?

জানা নেই।


নিকটজন এক আলেম। সারা দিন ফেসবুকে উনাকে গালাগালি করি, বলি ভুল, কি কারনে পথভ্রষ্ট। আর আমি সঠিক। কিন্তু উনি সেটা জানেন না, কারন এগুলো উনার পেছনে করি, ফেসবুকে।

আজকে বিয়ের দাওয়াত।

জিজ্ঞাসা করলাম "কার?"

"যে আলেমকে তুমি দেখতে পারো না, তার মেয়ের। তোমাকে দাওয়াত দিয়ে বলেছে যেতে। তুমি যে সারা দিন উনার বদনাম করো এটা তো আর উনি জানেন না। কিন্তু তারা তোমাকে অনেক সম্মান করে। তাই স্পেশালি বলেছে যেতে।"

শায়েখ, সেখানে দাওয়াত খাওয়া কি আমার জন্য জায়েজ হবে?

জানা নেই।

    Comments:
  • Deeep!

25-Feb-2020 2:03 pm

Published
25-Feb-2020