Post# 1582597028

25-Feb-2020 8:17 am


বিডিআর। ধারনা করেছিলাম প্রতিশোধ হবে। দুই বছরে না হোক, তিন বছরে অন্ততঃ। আজকে এগারো বছর।

সময় যায়।

এখন ভারতের রায়টের ভিডিও নেটে। শেয়ার করি না।

সব জুলুমের বিচার হয় না। যুগে যুগে ইতিহাসে বহু বহু গন হত্যা হয়েছিলো। এগুলো সময়ের সাথে মিশে যায়, শেষ হয়ে যায়।

"আল্লাহ বিচার করবো!" -- এগুলো আমরা নিজেদের প্রবোধ দেই। আখিরাতে আমার বিচারও হবে, সবারও হবে।

দুনিয়াতে কেন হবে না -- এটা আল্লাহ জানেন।
কিন্তু নিয়ম এটাই। উনি সব সময় করেন না।

25-Feb-2020 8:17 am

Published
25-Feb-2020