Post# 1582567974

25-Feb-2020 12:12 am


বাংলাদেশে চাদ দেখা যায় নি। রজব কালকে সন্ধা থেকে। সৌদির খবর জানি না। সম্ভবতঃ আজকে থেকে আরম্ভ হয়েছে।

আর ২৭ শে রজবের কোনো বিশেষ ফজিলত আমি পুরানো কিতাবে পাই নি। কিন্তু রজবের প্রথম রাতের ফজিলত পেয়েছি বেশ কয়েক জায়গায়।

আজকের রাতটা শান্ত।

______

হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) সূত্রে বর্ণিত, তিনি বলেন, ‘পাঁচটি রাত এমন আছে, যেগুলোতে বান্দার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, অর্থাৎ অবশ্যই কবুল করেন। রাতগুলো হলো—জুমার রাত, রজবের প্রথম রাত, শাবানের ১৫ তারিখের রাত, ঈদুল ফিতর ও ঈদুল আজহার রাত।’ (মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস : ৭৯২৭)

    Comments:
  • প্রশ্ন : হাদিসটা কি সহি? উত্তর : জানা নেই।

25-Feb-2020 12:12 am

Published
25-Feb-2020