Post# 1582530895

24-Feb-2020 1:54 pm


মেয়েকে বিয়ে দেবার সময় ছেলের দ্বিনদ্বারিকে এক নম্বরে রাখবেন না। ১ নম্বরে রাখবেন ছেলে মেয়েকে খাওয়াতে পারবে কি না সেটা, এটা সবচেয়ে জরুরি, সরল কথায় ছেলের দুনিয়াদারি। ২ নম্বরে ছেলের স্বভাব চরিত্র। এর পর ৩ নম্বরে দ্বিনদ্বারি।

দ্বিনদ্বারিকে ১ নম্বরে রাখলে, না দ্বিনদ্বারি পাবেন, না দুনিয়াদারি।

আরেক ঘটনার লিংক কমেন্টে।

"কিন্তু হাদিসে যে আছে ..."

হাদিসের কথাগুলো "পাত্রি" পছন্দের সময়, পাত্র না। আপনি ছেলে হলে আপনার উপর প্রযোজ্য মেয়ে চয়েসের সময় আপনি এগুলো দেখবেন। মেয়ের বাপের উপর প্রযোজ্য না যে উনি ছেলে চয়েসের সময় সে একই জিনিস দেখবে।

এর উপর আগে লিখেছিলাম। এটা আমার নিজের কথা না। আগের জেনারেশনের লোকদের শিক্ষা।

    Comments:
  • https://www.facebook.com/biyeordhekdeenBN/posts/2946561975388249

24-Feb-2020 1:54 pm

Published
24-Feb-2020