Post# 1582528976

24-Feb-2020 1:22 pm


আকিদা শিক্ষা করার প্রয়োজনিয়তার উপর আরেকটা হাদিস পেলাম।

quote ___

حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ دَخَلَ عَلَى عَائِشَةَ، فَذَكَرَ لَهَا شَيْئًا مِنَ الْقَدَرِ، فَقَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ تَكَلَّمَ فِي شَيْءٍ مِنَ الْقَدَرِ سُئِلَ عَنْهُ يَوْمَ الْقِيَامَةِ، وَمَنْ لَمْ يَتَكَلَّمْ فِيهِ لَمْ يُسْأَلْ عَنْهُ»
.
হযরত ইয়াহইয়া বনি আব্দুল্লাহ বিন আবী মুলাইকা তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি একদা হযরত আয়শা রাঃ এর নিকট গেলেন। তখন তিনি তাকদীর বিষয়ে তাকে কিছু জিজ্ঞাসা করেন, তখন হযরত আয়শা রাঃ বলেন, আমি রাসুল সাঃ কে বলতে শুনেছি যে, যে ব্যক্তি তাকদীর বিষয়ে কথা বলে, কিয়ামতের ময়দানে এ কারণে সে জিজ্ঞাসিত হবে। আর যে এ বিষয়ে আলোচনা না করবে, তাকে জিজ্ঞাসা করা হবে না। [সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৮৪]
___

কি বুঝলাম?

প্রয়োজন নেই। যাই বলবো তার জন্য শুধু দুনিয়াতেই ভিন্ন দলের থেকে কুফরি ফতোয়া খেতে হবে তা না, বরং আমার "সহি" "সঠিক" "প্রয়োজনিয়" "জানা সবচেয়ে জরুরি" কথাগুলোর জন্য আখিরাতেও আমাকে ধরা খেতে হবে।

তকদির আকিদার বিষয়। এগুলো বিশ্বাস করার বিষয়। ব্যখ্যা বিশ্লেষন করার বিষয় না।

^^^ আমার বুঝ। যেগুলো ছোট বেলায় আমাকে শিখানো হয়েছিলো। বর্তমান ফিতনা আরম্ভ হবার আগে।

আলেমরা করতে পারেন। আমি আলেম না।

24-Feb-2020 1:22 pm

Published
24-Feb-2020