পঙ্গপাল খাওয়া হালাল কিনা?
সালাফি : হালাল।
https://www.youtube.com/watch?v=1Oc0euxw2NM
হাদিস
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " أُحِلَّتْ لَكُمْ مَيْتَتَانِ وَدَمَانِ، فَأَمَّاالْمَيْتَتَانِ : فَالْحُوتُ وَالْجَرَادُ، وَأَمَّا الدَّمَانِ : فَالْكَبِدُ وَالطِّحَالُ ".
হানাফি : এখনো কিছু পাই নি। শুধু "টিড্ডি জাতিয় ফড়িং" হালাল বলা আছে। টিড্ডি যদি পঙ্গপাল হয়। তবে এটা আমার কথায় হবে না, হানাফি মাজহাবের কোনো আলেমকে স্পষ্ট করে বলতে হবে "পঙ্গপাল" হালাল। "চারো মাজহাবে..." টাইপের কথাগুলো ইগনোর করছি।