Post# 1582448160

23-Feb-2020 2:56 pm


সুবহে সাদিক কখন আরম্ভ হয়?

আব্দুল মালেক সাহেবের মতে সূর্য দিগন্তের ১৮ ডিগ্রি নিচে থাকতে যেটা আমাদের দেশে প্রচলিত এবং সমস্ত ক্যলেন্ডার তৈরিতে ব্যবহৃত।

অন্যান্য মত সমূহ :
সৌদি : সূর্যদয়ের ৯০ মিনিট আগে।
মিশর/আযহারি : সূর্য দিগন্তের ১৯.৫ ডিগ্রি নিচে থাকতে।
আমেরিকা/পশ্চিমা : ১৫ ডিগ্রি নিচে থাকতে।

এই ১৫ ডিগ্রির বিষয়টা খন্ডন করেছেন আব্দুল মালেক সাহেব নিচে।

শেষে যে যার মাজহাব-মাসলাকের আলেমদের কথাই অনুসরন করবে, এবং তার কাছে সেটাই সঠিক মনে হবে। সে সেটার পক্ষেই কথা বলবে। বিপরিত পক্ষের প্রমান যাই থাকুক। তাই দলিল দেয়া নির্থক, কিছুটা আত্মতুষ্টির প্রয়োজন ছাড়া। এটা বাস্তবতা, যা আমি দেখে আসছি।

সেই সেন্সে সালাফিরা ৯০ মিনিটের নিয়মই অনুসরন করবে। আমার ধারনা। আমি এতে সমস্যা দেখি না। কেবল কেউ জোর গলায় "আমারটা প্রমানিত বাকি সব ভুল" দাবি করলে সমস্যা।

    Comments:
  • https://www.facebook.com/alkawsarbd/posts/2881696745241645
  • ^ জায়গা ভেদে ৪ মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত।

23-Feb-2020 2:56 pm

Published
23-Feb-2020