দুটো স্টেটাস :
কিছু পরিনতি দেখায়, কিছু শিক্ষা, কিছু ভবিষ্যত, কিছু ট্রেন্ড।
নম্র হই। "হক কথা বলেই যাবো", "দ্বিনের ব্যপারে চুপ থাকবো না" "বাতেলের আতংক" ... কথাগুলো ইয়ং গোষ্ঠির মাঝে ব্যপক উৎসাহ আর জনপ্রিয়তা সৃষ্টি করে।
কিন্তু বয়সে পৌছতে পৌছতে সে এরকম অনেক কিছু দেখে। এর পর শান্ত হয়ে যায়।
ইয়ংদের আমি দোষ দেই না। কিন্তু যে এই শিক্ষাগুলো পাবার আগে অনেক বয়সে পৌছে গিয়েছে, এখন সে ইয়ংদের গুরু এবং তাদেরকে উসকে দিচ্ছে -- তার জন্য আমার আফসোস লাগে। এরা হাতে গুনা যদিও।
https://www.facebook.com/permalink.php?story_fbid=2553316691615757&id=100008123536108
https://www.facebook.com/waliullah.arman.7/posts/3192164251007977
ব্যকগ্রাউন্ড জানা না থাকলে উপরের স্টেটাসগুলো হয়তো বুঝবেন না। তবে কথা দুটোর একই।
- Comments:
- ^ link corrected. jajakallah.