"রেজা বিল কাজা"
১
"জীবনের বড় অংশ আমার খাবারের অভাব ছিলো ..." উনি বর্ননা করলেন কি রকম অভাব।
"এখন আল্লাহ তায়ালা এত দিয়েছেন যে যা চাই তাই খেতে পারি। অভাবকে আল্লাহ তায়ালা দুর করে দিয়েছেন। কিন্তু অভাবের সময়ে যে না-শুকরিয়া, অভিযোগ আর হা-হুতাশ করতাম এগুলোর বোঝা রয়ে গিয়েছে। এগুলো যায় নি। সেই পাপ এখনো কাধে নিয়ে চলি।"
উনি বলছিলেন, "যদি সময়কে আমি পেছাতে পারতাম, তবে হয়তো তখন আরো ধর্য্য ধরে থাকতাম। আর শুকরিয়া নিয়ে। আল্লার উপর আরো সন্তুষ্ট থেকে।"
২
আল্লাহ তায়ালা যে অবস্থায় এখন রেখেছেন তার উপর সন্তুষ্ট থাকা। যে থেকে দোয়া এসেছে রাদ্বিতু বিল্লাহি রাব্বা, ওয়াবিল ...। হে আল্লাহ আমি আপনার উপর সন্তুষ্ট আমার রব হিসাবে। যে নিয়মিত পড়বে আল্লাহ তায়ালা তাকে জান্নাত দেবেন। এর অর্থের জন্য। অন্তর থেকে সে যদি আল্লার উপর সন্তুষ্ট থাকে।
৩
উপরের লোকের কথা চিন্তা করছিলাম। কত দিন আল্লাহ তায়ালা উনাকে অভাবে রেখেছিলেন? ৪০ বছর? যদি ৬০ বছর অভাবে রাখতেন, মৃত্যুর আগে কিছু বছর সচ্ছল? উনার কোনো ক্ষতি হতো?
হতো না। আরো বেশি পুরষ্কার পেতেন আল্লাহর থেকে। কিন্তু ...
কিন্তু উনি সেটা সহ্য করতে পারতেন না। অস্থির হয়ে যেতেন।
আল্লাহ তায়ালা বান্দাকে ততটুকু কষ্টের মাঝে রাখেন যতটুকু সে সহ্য করতে পারে।
সামর্থের বাইরে কষ্ট আল্লাহ তায়ালা কাউকে দেন না।
৪
হাদিস : কেউ জিজ্ঞাসা করলে ইয়া রাসুলুল্লাহ ﷺ আল্লাহ তায়ালা সবচেয়ে বেশি কষ্ট কাকে দেন? উনি ﷺ জবাব দিলেন নবিদের উপর। এর পর বেশি সাহাবাদের উপর। তার পর তাবেয়িদের।
দ্বিনের মজবুতির উপর আল্লাহ তায়ালা কষ্ট পাঠান। যার ঈমান যত মজবুত তার উপর তত কষ্ট বিপদ। যতক্ষন না সে দুনিয়াতে এমন ভাবে হাটে যে সে নিস্পাপ।
এখানে আছে সম্পূর্ন হাদিস
https://www.facebook.com/habib.dhaka/posts/10151410544238176
৫
একজন রাসুলুল্লাহ ﷺ কে বললেন আমি আপনাকে ভালোবাসি। জবাব দিলেন দেখো বুঝে বলো কি বলছো। কারন যে সত্যি আমাকে ভালোবাসে তার উপর বিপদ আসতেই থাকবে আসতেই থাকবে। যতক্ষনা না তার মৃত্যুু হয়।
বুঝলাম উপরের অভাবি লোকের কেইস। কিন্তু সেই অভাব বন্ধ হবে না তার মৃত্যু পর্যন্ত। সেই অভাবের উপর তার মৃত্যু।
তবে জীবনে সে কি পেলো? সে যাকে ভালোবাসে তার সাথে জান্নাতে থাকবে। সেই লোক রাসুলুল্লাহ ﷺ এর সাথে জান্নাতে থাকবে। তার সারা জীবনের কষ্টের বিনিময়ে পাওয়া।
৬
আল্লার উপর সন্তুষ্ট থাকা। নিজের উপর বিপদ ডেকে আনতে হয় না। বলতে হয় না হে আল্লাহ আপনি আমাকে আরো বিপদ দিন কারন আমি আরো সোয়াব চাই। অত বিপদ দিলে আমি দ্বিনের উপর থাকতে পারবো না। আল্লার ক্ষমতা অসিম।
আল্লার কাছে সহজ করা চেতে হয়। উনার রহমত চেতে হয়।
এর পরও যা বিপদ দেন সবসময় সন্তুষ্ট থাকতে হয়।
৭
আর বুজুর্গদের সন্ধান পাওয়া যায় অভাবিদের মাঝে। বিপদগ্রস্থদের মাঝে। যারা কষ্টে আছে তাদের মাঝে।
কারো ছেলে অন্ধ, সন্তান পঙ্গু। কেউ সারা জীবন নিঃস্ব। কারো উপর সব সময় বিপদ একটার পর একটা বড় বড়।
এই সাধারন লোকদের মাঝে আল্লাহর বন্ধুরা। সাধারন মানুষ যাদের চেনে না, চিনলেও বিশেষ কোনো গুরুত্ব দেয় না।
আল্লার উপর সন্তুষ্ট, বিপদে থাকলেও।
- Comments:
- #মডারেট_মোজলেম সিরিজ।