"ইনট্রোভার্ট"
[ বিশেষ একজনের জন্য লিখা ]
১
হওয়ায় সমস্যা নেই। শুধু দেখবে তোমার অন্তরে অন্যদের প্রতি হিংসা আসে কিনা। ক্লাসে যারা ভালো করছে জনপ্রিয় হচ্ছে তাদের জনপ্রীয়তা তোমার ক্ষোভ সৃষ্টি করে নাকি আনন্দ?
যে ব্যবসা, চাকরিতে সফল তার বিত্ত-প্রভাব তোমার অন্তরে রাগ সৃষ্টি করে নাকি সুখি।
যদি হিংসা থেকে বেচে থাকতে পারো তবে তুমি তার থেকে বেশি সফল।
২
রাসুলুল্লাহ ﷺ এর কাছে এক ছেলেকে এনে তার অভিবাবক বলছিলেন ইয়া রাসুলুল্লাহ তাকে কিছু উপদেশ দিন অতিরিক্ত লজ্জা, কিছু করতে পারে না। উনি বললেন কিছু বলার নেই। লজ্জা ভালো গুন।
৩
জান্নাতি কারা? কি করে চিনবো? হাদিসে বলা আছে নম্র, ভদ্র মানুষেরা।
আর জাহান্নামি কারা? খিট খিটে রাগি স্বভাবের মানুষেরা।
ইনট্রোভার্টদের জন্য জান্নাত সহজ।
৪
আগেকার দিনের বুজুর্গরা কথা কম বলতেন। একা একা থাকতেন। প্রতিশোধ নিতেন না। অধিক সময় আল্লাহর ইবাদত করতেন। এগুলো ইনট্রোভার্টদের স্বভাবের সাথে মিলে।
শুধু নজর দিয়ে দেখো নিজের অন্তরের দিকে। মু'মিনদের প্রতি হিংসা, ক্ষোভ বা খারাপ কিছু যেন না থাকে।
৫
তার পরও বললে :
দেখবে মু'মিন কখনো সাপের এক গর্তে দুই বার দংশিত হয় না। যেখানে প্রতারিত হও, এর পর তার থেকে সাবধান। ভালো ব্যবহার করলেও।
এত নিচু হবে না যে ছাগলে খেয়ে খেলে, আবার এত কঠোর না যে মানুষ থুথু দেয়। লোকমান হাকিমের উপদেশ তার ছেলের প্রতি।
মধ্য পন্থা খুজো।
৬