"ইবাদত"
১
ইবাদতের একটা বিশাল পার্সেন্ট হলো গুনাহ থেকে বেচে থাকা। ইতেকাফের সোয়াব পড়ছিলাম। এর বিশাল সোয়াবের কারন বলা হয়েছে বান্দা আল্লাহর জন্য মসজিদে আশ্রয় নিয়ে গুনাহ থেকে বেচে থাকছে। যেন মসজিদে বসার সোয়াব থেকেও গুনাহ থেকে বেচে থাকার সোয়াব বেশি।
২
এটা কি হতে পারে না যে, একদল মানুষকে আল্লাহ তায়ালা সৃষ্টি করবেন যাদের ঝামেলা নেই। শুধু বসে বসে আল্লাহর চিন্তা করবে, ইবাদত করবে?
বৃদ্ধ রিটায়ের্ড সারা দিন বসে বসে তসবিহ জপে আর তাকিয়ে কি যেন চিন্তা করে। সে বস্তুতঃ তাই করছে। আলাদা জাতি তৈরি করার দরকার নেই। সব মানুষের জীবনই এইরকম প্রতিটা ফেইজের ভেতর দিয়ে যায়।