কিছু কমন অভিযোগ :
"আপনি সব সময় দ্বিনি বিষয় লিখেন না কেন?"
কারন সবসময় দ্বিনি বিষয়ে লিখলে দ্বিনদ্বাররা এখানে অধিক হারে চলে আসবে যারা প্রতিটা বিষয় নিয়ে তাদের নিজ নিজ দল-মত-শিক্ষার হুকুম জারি করতে থাকবে। এখানে পরিবেশ আর থাকবে না।
"সব সময় আখিরুজ্জামান নিয়ে লিখেন না কেন?"
এই বিষয় নিয়ে যে একটু বেশি কথা বলে সেই একটা কাল্ট তৈরি করে ফেলে। যেটা থেকে আমি বেচে থাকতে চাই, তাই।
"করোনা ভাইরাস নিয়ে সব সময় লিখেন না কেন?"
এর পর যখন করোনা বিষয়ে গুজবের ক্রাকডাউন আরম্ভ হবে তখন আমার আইডির নাম উঠে আসবে পত্রিকার প্রথমে, সেটা এড়াতে।
বেসিক্যলি অনলাইনের সেলিব্রিতি হয়ে লাভ নেই। ভালোর সেলিব্রিতি হয়ে লাভ নেই। মন্দের সেলিব্রিতি হয়েও লাভ নেই। সেলিব্রিতি হলেই ক্ষতি। দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও ক্ষতি। ফেসবুকের ভালোর সেলিব্রিতি হলেও আখিরাতে ক্ষতি।
আর কোনো একটা বিষয়ে বেশি লিখলেই আপনি হাইলাইটে পড়ে যাবেন।