Post# 1582056941

19-Feb-2020 2:15 am


"প্রতিশোধ" :

প্রায় সকল সময় প্রতিশোধ নেবার পরে একটা অড পজিশনে পড়ে যাবেন। "লেন দেন শেষ হয়ে গেলো, এর পর এখন কি?" একটা শুন্যতা। বেশি করে ফেলি নি তো? আমার আর কোনো পাওনা নেই। সামনে আখিরাতে আর কিছু পাবো না।

প্লাস একটা আশংকা : ঠিক মতো প্রতিশোধ হয়েছে তো। কম বেশি হয় নি?

এর পর যদি জানেন : সেই ঘটনার সময় সে "এই ওই" ধারনা করছিলো। আসল কারন ঐ জিনিসটা আপনি জানতেন না -- তবে এর পর আফসোস ফেইজে প্রবেশ করতে হবে। শোধ না নেয়াই উচিৎ ছিলো।

অধিকাংশ সময় -- নিজে শক্ত থাকতে হয়, শক্তি নিয়ে থাকতে হয়। কিন্তু প্রতিশোধ নিতে হয় না।

"কিন্তু আমার যে ক্ষতি হলো?"

আল্লাহ তায়ালা এটা অন্য দিক থেকে দিয়ে দেন।
দুনিয়াতেই। এবং খুব দ্রুত। খুব বড় কিছু।

এর জন্য নিজের রাগ কষ্ট গিলে খেতে হবে। চুপ চাপ।

    Comments:
  • That wasn't illegal I see. He can only be charged for not disclosing "foreign gift". Or maybe they can come up with some tax stuff as usual.
  • as the other side frequently says "their view isn't average" "taking average view is wrong" "the correct view should cover all edge cases" and "here are edge cases that prove my view is wrong and theirs one correct."

19-Feb-2020 2:15 am

Published
19-Feb-2020