খেয়াল করলে দেখবেন আমি যখন দ্বিনের কোনো বিতর্কিত ব্যপারে লিখি তখন দলিল দেই না। কার কি মত সেটা উল্লেখ করি শুধু। সংগে আমার চিন্তা।
এর পর কমেন্টে সবাই "দলিল" "দলিল" করে। কিন্তু আমি কিছু বলি না।
এর কারন আমি আলেম না। যদি দলিল দিয়ে, মানে কোরআন হাদিসের আরবি কোটেশন দিয়ে এর অনুবাদ দিয়ে বলি "এ থেকে প্রমান হয়..." তবে সাধারন পাবলিক এটা পড়ে মনে করবে আলেমের ফতোয়া। তারা বিভ্রান্ত হবে। এর সাথে যদি তারা দেখে আমি প্রো-দেওবন্দি তবে আরো বিভ্রান্ত হবে ধারনা করে "এটা দেওবন্দি আলেমদের অবস্থান" যেটা আমি দলিল দিয়ে প্রতিষ্ঠিত করছি।
আবার যখন কোরআন হাদিস কোট করে পোষ্ট দেই, তখন এর উপর ব্যখ্যা দেই না। শুধু কোটেশন পোষ্ট। তখন সবাই প্রশ্ন করে "অর্থ কি?" "কি বলতে চাচ্ছেন?" "কি বুঝবো?" যেগুলোও কোনো ব্যাখ্যা ছাড়া খালি রয়ে যায়।
এর আরেকটা ভালো দিক হলো যখন কেউ আমার উপর রেগে গিয়ে আমার হিস্ট্রি ঘাটা আরম্ভ করে আমাকে বিভ্রান্ত প্রমান করার জন্য তখন বড় কিছু পায় না। "এ লোক তো শুধু যুক্তি দেখায়" বা এই টাইপের কিছু বলে যেটায় আমার সমস্যা নেই। :-)
আল্লাহ তায়ালা আমাদের হিফাজত করুন।
- Comments:
- if that subsides, then it's still subsiding, though.