Post# 1582030262

18-Feb-2020 6:51 pm


কাদিয়ানিদের নিয়ে ইশু হলো যদি কোনো কাদিয়ানির সাথে কথায় যান তবে সে নিশ্চিৎ বলবে "আমরা গোলাম আহমেদকে নবি মানি না। এটা মিথ্যা কথা আমাদের নামে লাগায়। বরং উনাকে মুজাদ্দেদ মানি।" যতজনকে দেখেছি এরকম দেখেছি।

এ ব্যপারে স্পষ্ট ফতোয়া লাগবে আলেমদের থেকে।

যেখানে,

  • কেউ একজন তার জীবন কালে নিজেকে নবি দাবি করেছে।
  • বর্তমান যুগের একটা দল সেই দাবি স্বত্তেও তাকে নবি মানে না।
  • কিন্তু মুজাদ্দেদ মানে।
  • এই কারনে সেই দলের অনুসারিরা কাফের হবে [বা না]।

    এখানে শুধু গোলাম আহমেদের কথার কোটেশন দিয়ে দিয়ে বই পূর্ন করলে হবে না। "দেখেন সে কি লিখেছে"। আমার জানি তার কথা। বরং লিখতে হবে এই নতুন অনুসারিদের কথা।

    অনুসারি যারা অবস্থান পাল্টিয়েছে। এটা স্পষ্ট করে এড্রেস করতে হবে।

    ফতোয়া হতে হবে এমন : "যারা তাকে নবি মানে না কিন্তু মুজাদ্দেদ মানে তারাও ..."।

    ফতোয়া আকারে। স্পষ্ট করে।

    18-Feb-2020 6:51 pm

  • Published
    18-Feb-2020