Post# 1581969456

18-Feb-2020 1:57 am


[ শুধু মাত্র ফ্রেন্ডলিষ্টে যারা আছেন তাদের জন্য। বাকিদের পড়ার দরকার নেই। ]

ফ্রেন্ড লিষ্ট চেক করলাম। ১৩০ জন কেবল। এর মাঝে ১০০ জন আমার আত্মিয়। বাকি ৩০ জন ফেসবুক ফ্রেন্ড।

এখন ফেসবুকের পুরানোরা ফেসবুক থেকে গুটিয়ে নিচ্ছে যেহেতু তাই আমাকেও করতে হবে। বাকিদের প্রতি সম্মান দেখিয়ে। "ময়দান খালি তাই হুররে!" করলে কিছু দিন পরে আল্লাহ না করুক আমারও "চা পানের দাওয়াত" আসতে পারে। এর পর ফিরে এসে সবার মতো আমিও পোষ্ট দেবো "তারা ভালো, টর্চার করে না" এর পর ফেসবুক থেকে চুপ! অল্টিমেটলি তখনও ফেসবুক ছেড়ে যাওয়া হবে কিন্তু -- with a style.

তাই আগেই একটু গুটিয়ে নিচ্ছি। কেবল আত্মিয় রেখে বাকি যে ৩০ জন ফ্রেন্ড আছে তাদের আনফ্রেন্ড করে নিচ্ছি।

"কিন্তু আনফ্রেন্ডটা চুপে চাপে করলে হতো না? এত ঘোষনা দেবার দরকার কি?"

মানে <মাথা চুলকাতে চুলকাতে> আনফ্রেন্ড করে দেখলাম তারা আনফলো হয়ে যায়। তাই যারা ফ্রেন্ড লিষ্টে আছেন তাদের এর পর আবার একটু কষ্ট করে "Follow" তে ক্লিক করে নিতে হবে। তাহলে একই রকম থাকবেন।

"ফ্রেন্ড আর ফলোয়ার কি এক হলো?"

এখানে একটা ব্যপার আছে। অনেকেই হয়তো জানেন না যে ফেসবুকে একটা অপশন আছে যেটা দিয়ে যে কোনো ফ্রেন্ডকে শুধু ফলোয়ারের মতো করে রাখা যায়। মানে গ্লোবাল পোষ্টগুলো ছাড়া আর কিছু পায় না যদিও ফ্রেন্ড। লেপটপে যারা ফেসবুক করেন তারা অপশনটা পাবেন Friend -> Add to another list -> Restricted এ।

একদম নিকট আত্মিয় ছাড়া বাকি সকল ফ্রেন্ডকে আমি restricted করে রেখেছি তাই বেসিক্যেলি তারা ফলোয়ার। কোনো পার্থক্য নেই।

তাই ফ্রেন্ড হবার দ্বারা বিশেষ কিছু নেই। সবাই আসলে ফলোয়ার। মূল ১০০ জন ছাড়া।

ঝামেলার জন্য দুঃখিত। কথা বাড়ালাম না। সবাইকে ধন্যবাদ। :-)

18-Feb-2020 1:57 am

Published
18-Feb-2020