Post# 1581952456

17-Feb-2020 9:14 pm


একেক জনকে আল্লাহ তায়ালা একেক কাজের জন্য সৃষ্টি করেন।

যেমন কাউকে শারিরিক শক্তি দিয়ে তৈরি করেন। সে দুনিয়াতে পরিশ্রমের কাজ করবে।

কাউকে শারিরিক ভাবে দুর্বল কিন্তু বুদ্ধি দিয়ে সৃষ্টি করেন, সে প্রফেসর হবে।

কাউকে মেজাজ দিয়ে তৈরি করেন সে যোদ্ধা হবে।

সবার এক কাজ না। এক কাজের জন্য সবাই না। তাই নিজের দক্ষতা কোন দিকে এটা বুঝে নিতে হয়। শেষে আমি দেখেছি মানুষ ঐ কাজের সাথেই লাগে যেটাতে সে দক্ষ। যেন ঐ কাজটাই তার জন্য ভালো ছিলো। যে কাজের জন্য শক্তি সামর্থ দিয়ে আল্লাহ তায়ালা তাকে পাঠিয়েছেন।

এজন্য ব্যর্থতাকে নিজের দোষ মনে না করি। আমার জন্য এই কাজ না। ভিন্ন কোনো কাজ বেছে নেই যেটায় আমি উৎসাহ বেশি পাই। কেউ চাকরি করবে, কেউ ব্যবসা, কেউ আলেম, কেউ ডাক্তার।

"আমি কিভাবে বুঝবো তবে আমার পেশা কোনটা ভালো?"

বুঝার দরকার নেই। আপনার উপযোগি পেশা আপনাকে টেনে নেবে।

17-Feb-2020 9:14 pm

Published
17-Feb-2020