Post# 1581930069

17-Feb-2020 3:01 pm


আমল : তাসবিহাত

"কখন পড়তে হবে?"
সূর্য ডুবার আর উঠার আগে। আসরের ওয়াক্তে আর ফজরের ওয়াক্ত।

"কতক্ষন?"
১০ মিনিট। এর বেশি হলে রেগুলার রাখতে পারবেন না।

"কি পড়বো?"
সুবহানাল্লাহ - আলহামদুলিল্লাহ - লা ইলাহা ইল্লাল্লাহ - আল্লাহু আকবার - আল্লাহুম্মাগফিরলি - আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদ।

এগুলো ১০০ বার করে।

"এই? সবসময়?"
হাদিসের কিতাব পড়তে থাকলে এগুলোর আরো উন্নত বেশি সোয়াবের কথামালায় দোয়া পাবেন সেগুলো। আস্তে আস্তে এগুলোর বদলে আরো বড়গুলো নিয়ে আসতে পারেন। কিন্তু এগুলো বেইস। বাকি সব এগুলোকে কেন্দ্র করে।

"যেমন উদাহরন?"
এখানে কিছু লিখেছিলাম
https://www.facebook.com/habib.dhaka/posts/10153478124853176

কিন্তু এগুলো সময়ের সাথে সাথে আবিষ্কার করবেন। আপাততঃ উপরেরটুকু দিয়ে আরম্ভ।

"আর কিছু?"
বিভিন্ন দোয়া যেগুলো প্রতিদিন পড়তে হয় সেগুলো। যেগুলোর ব্যপারে অনেক সোয়াব বা হিফাজতের কথা বলা আছে।

কিন্তু সময় সেই ১০ মিনিটই। এর মাঝে যা হয়।

আল্লাহ তায়ালা আমাদের আমল করার তৌফিক দিন।

    Comments:
  • #মডারেট_মোজলেম দের জন্য মূলতঃ পোষ্ট। বাকিরা ইহুদিদের ষড়যন্ত্র পেতে পারেন।

17-Feb-2020 3:01 pm

Published
17-Feb-2020