আমল : সকাল সন্ধার তসবিহ
১
সূর্য উঠার আগে আর অস্ত যাবার আগে আল্লাহ জিকির করার কথা বলা আছে। আমরা করি ঐ সময়ে নামাজ পড়ে। নামাজ একটা জিকির। এর পরও তসবিহাত পড়ার জন্য এই সময়গুলো উত্তম।
তসবিহাতের জন্য ১০ মিনিট। এর বেশি হলে নিয়মিত হয় না।
২
তসবিহের জন্য ওজিফা দেয়া থাকে সকল তরিকাতে। যেমন তবলিগে ১০০ বার করে সুবহানল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লাইলাহা ইল্লাল্লাহু আল্লাহুআকবার, এস্তেগফার, দুরুদ শরিফ।
অন্যান্য পীরদের ওজিফায় থাকে এগুলো কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সবগুলো আলাদা আলাদা করে ১০০ বার পড়তে হয়।
চরমোনাইয়ের জিকিরও এই।