Post# 1581874461

16-Feb-2020 11:34 pm


একটা সময় ছিলো যখন মসজিদে মসজিদে তবলিগওয়ালারা বয়ান করতো। মানুষ দ্বিনের কথা শুনতে চাইলে তাদের কাছে ফ্রি শুনতে পারতো। তাদের কথায় নূর ছিলো কারন পয়সা চাইতো না। সে সময় ওয়াজের ময়দান এত বেশি জমতো না। কারন মসজিদে বসলেই শুনা যায়।

এর পর তবলিগে ফিতনা আরম্ভ হলো। যে বছর থেকে দ্বন্ধ সে বছর থেকে দেশে ওয়াজের ময়দান গরম। গত তিন চার বছর ধরে।

এখন তবলিগের কাজ প্রায় বন্ধ। যা আছে তার মাঝে অত নূর নেই। মানুষের সিমপেথি তাদের পক্ষে নেই। এই শুন্যতায় ওয়াজের ময়দান গরম।

এখন ওয়াজের ময়দানেও দ্বন্ধ। আমরা তবলিগ হারালাম। ওয়াজও হারাচ্ছি।

এলেম আছে। এলেমের নূর নেই।
এলেমের প্রয়োগ চলে গিয়েছে দ্বন্ধে।

দ্বিন আছে। কিন্তু অন্তঃসার শূন্য।
কারন দ্বিনের ব্যবহার শুধু দলের স্বার্থে।

একটা সময় : যখন মানুষ অবিশ্বাসিকে বিশ্বাস করবে। বিশ্বাসিকে অবিশ্বাস করবে। কে সত্যবাদি কে মিথ্যাবাদি সব যখন কুয়াশার মতো হয়ে যাবে।

যখন মুসলিমদেরকে তৌহিদ শেখাবে কাফেররা।

একটা সময়।

16-Feb-2020 11:34 pm

Published
16-Feb-2020