Post# 1581863407

16-Feb-2020 8:30 pm


খবর : খাবার দিতে দেরি ভেঙ্গে গেলো বিয়ে। পুলিশ এসেও শান্ত করতে পারে নি মারামারি। এর আগের খবর : গেট ধরার টাকা নিয়ে মারা মারি। বর হাসপাতালে। ঢাকার রাস্তায় দৃশ্য : অভিজাত পরিবারের বর দাড়িয়ে আছে মেইন রোডের উপর। গেট ধরে দাড়িয়ে আছে বলে ঢুকতে পারছে না।

প্রথম কথা : এগুলো করে কনে পক্ষে আর বর পক্ষের দূর সম্পর্কের আত্মিয়রা। পরিবারের লোকের না। বিয়ের অনুষ্ঠানে তাদের দূরে রাখেন।

দ্বিতীয় কথা : ওলিমা করার সুন্নাহ নিয়ম নিজের বাসায় দাওয়াত দিবেন আপনার বাসার আশে পাশের ২০-২৫ জনকে শেষ। জানানো হলো বিয়ে করা হয়েছে। ৫০০ জনকে দাওয়াত দিলে গন্ডোগোল হবে, বা বিয়ে ভেঙ্গে যাবে। কান্না করবেন। এখানে কোনো মসজিদ-খেজুরের সাব অনুষ্ঠানের কথা বলা হয় নি। এটাই পূর্ন অনুষ্ঠান।

তৃতীয় কথা : ডিজে ডেন্স পার্টি। ৫০০ জনকে দাওয়াত দিয়ে তাদের থেকে গিফটের টাকা নিয়ে একটা প্রফিটেবল ব্যবসা করতে চাইলে আলাদা ভাবে করেন। হল ভাড়া করে। বিয়ের অনেক পরে। এর সাথে বিয়ের সম্পর্ক রাখবেন না।

16-Feb-2020 8:30 pm

Published
16-Feb-2020