Post# 1581154237

8-Feb-2020 3:30 pm


"প্যরামেডিকেল ট্রেনিং" এটা কিওয়ার্ড।

খুজলাম। বাংলায় খুজলেও পেলাম সব ভারতের লিংক। মানে এই বাংলার থেকে ভারতে এর প্রচলন বেশি। দেশে সব চায় "হলে ডাক্তার নয়তো নাই"।

দেশে এর পরও কোর্স আছে। দুই বছরের নার্স কোর্স।

এখন আমার মূল কাজ শুধু দুটো :

১। রোগির হাত কেনুলা পড়ানো আর
২। অক্সিজেন মাস্ক পড়ানো

এই দুই কাজ শিখতে যদি ২ বছর ফুল টাইম লাগে তবে চিন্তার বিষয়।

আমি ধারনা করেছিলাম এগুলো সহজ। :-)

Can't complain, রক্ত দেখলে এখনো হাটু কাপে যেহেতু। ডাক্তাররা নাকি প্রথম দিন লাশ ঘরে বমি করে দেয়। এর পর তৃতীয় দিন হাসি মুখে লাশের হাড় থেকে গোস্ত চাছতে থাকে।

জীবন ছোট। দরকারি জিনিস কিছু শেখা হয় নি, শেখা হয়েছে শুধু আজাইরা জিনিস। যেগুলো জীবনে কোনো কাজে লাগে না। ব্রিজ খেলা শিখেছি যত্ন নিয়ে, চেস খেলা শিখে বহু প্রেকটিশ, চেকারও পারি। পারি ৩০ রকম তাশের খেলা।

রোগিকে কি করে ইনজেকশন দিতে হয় এটা পারি না।

8-Feb-2020 3:30 pm

Published
8-Feb-2020