মিসওয়াক করে ওজুর উপর একটা পোষ্ট দিয়েছিলাম। এর উপর এখতেলাফের বিষয় নিশ্চই নেই?
আছে : নিচে লিষ্টটা।
উল্লেখ্য আগে আমি প্রতিটা পোষ্টের নিচে কমেন্টে FAQ দিয়ে যেগুলোর বিষয়ে কেউ না কেউ আপত্তি করতে পারবে সেগুলো আগেই বলে দিতাম "দেখেন এগুলো আমি জানি, বলার দরকার নেই। জেনেই লিখেছি" -- এই সেন্সে।
এখন আর সেটা করছি না। বলে দিচ্ছি #মডারেট_মোজলেম দের জন্য। এর পর যারা আপত্তি জানাতে পারতো তারা আর আপত্তি জানায় না। কারন <বুঝতে পারছেন কারন কি>। :-)
এখানে এই সিম্পল একটা পোষ্টের আপত্তির বিষয়গুলো। যেগুলো জানি কিন্তু সব টানতে গেলে স্টেটাস অপ্রাসংগিক আর বড় হয়ে যাবে বলে বলি না।
প্রথমতঃ বাথরুমে ওজু করার ব্যপারে বলেছি। অনেকের মতে এটা মাকরুহ। অনুচিৎ। অন্য জায়গায় ওজু করা উচিৎ।
দ্বিতীয়তঃ ব্রাশ করলে মিসওয়াক করা হবে কিনা?
^^^ উপরের এই তিনটা মতই আমি পেয়েছি।
তৃতীয়তঃ রাসুলুল্লাহ ﷺ এর "মৃত্যু" লিখেছি। শব্দটা "ওফাত" হবে। এবং এর উপর লম্বা ব্যখ্যা বিশ্লেষন যা কিছু পড়েছি।
সব কিছুতেই ইখতেলাফ আছে। জ্ঞানি গুনি কেউ আপনাকে পেলেই হলো। বাতেল প্রমান করা কয়েক মিনিটের ব্যপার।
শুধু আমার মতো মডারেট মোজলেমরা এগুলো কোনোটাই কিছু মনে করে না। :-)
আল্লাহ তায়ালা আমাদের ক্ষমা করুন।