Post# 1581061912

7-Feb-2020 1:51 pm


আমল :

প্রতি নামাজের আগে মেসওয়াক করা।

- রাসুলুল্লাহ ﷺ বাহির থেকে এসে যখনই ঘরে ঢুকতেন, মিসওয়াক করতেন।

  • রাতে তাহাজ্জুের জন্য উঠে প্রথমে মিসওয়াক করতেন।
  • "মিসওয়াক মুখের পবিত্রতা, আল্লাহর সন্তুষ্টির কারন।" - হাদিস।

    তাহাজ্জুদকে ফরজ করে দেয়া হতো কিন্তু উম্মাহর কষ্টের জন্য করা হয় নি যেমন -- তেমনি অন্য হাদিসে আছে মেসওয়াক করাকে প্রতিবার ওজুর সময় ফরজ করে দেয়া হতো কিন্তু উম্মাহর কষ্টের জন্য করা হয় নি।

    ১০ সুন্নাহর কথা স্পষ্ট করে বলা আছে হাদিসে, এর একটা মিসওয়াক।
    অন্য হাদিসে ৪ টা সুন্নাহ নবীদের, এর একটা মিসওয়াক।

    তাই প্রতি নামাজের আগে ওজুর সময় মিসওয়াক করতে হবে।

    FAQs:
    "মিসওয়াক কোথায় পাবো?"

    রাস্তায় যে কোনো মসজিদের কাছে দেখবেন এখন ক্যমিক্যল দেয়া প্যক প্লাসটিক কভারে মিসওয়াক পাওয়া যায় ১০ টাকায়। একটা কিনলে ১ মাস যাবে।

    "হারিয়ে যায়"

    বাথরুমের শেলফে রাখেন, বা যেখানে আপনি ওজু করেন সেখানে। পকেটে না।

    "পেষ্ট ব্রাস ব্যবহার করলে হবে না?"

    প্রতি নামাজের আগে বা ওজুর আগে আপনি ব্রাশ করতে পারবেন না।

    বিশেষ করে আল্লাহ তায়ালা নৈকট্যের জন্য এটা দরকার। মুখে গন্ধ যেন না থাকে। নামাজে আপনার তিলওয়াত মুখ থেকে বের হচ্ছে যেহেতু। এই তিলওয়াত আল্লাহর কাছে চলে যায়।

    উনি ﷺ মৃত্যুর আগে মিসওয়াক করেই মারা গিয়েছেন।

    আল্লাহ তায়ালা আমাদের আমল করার তৌফিক দিন।

      Comments:
    • #মডারেট_মোজলেম দের জন্য মূলতঃ পোষ্ট। অন্যরা আপত্তির জিনিস পেতে পারেন। যার যার মানহাজ-মাজহাব-আকিদার ব্যপার।
    • Dry shelf বলে আরেকটা জিনিস আছে। বেসিন থেকে একটু সাইডে।
    • আমি নিজে কমপক্ষে দুইটা জানা ইখতেলাফের বিষয় লিখেছি এই এক পোষ্টে। আরো থাকতে পারে আমার অজানা।
    • তিনটা এখতেলাফ, আরেকটা দেখলাম এখন । :-)
    • এই সব এখতেলাফে কান না দেয়া। এগুলো পন্ডিতদের পন্ডিতি দেখানোর বিষয় ধরে নেয়া, যেগুলোতে আমাদের কোনো উপকার নেই।

    7-Feb-2020 1:51 pm

  • Published
    7-Feb-2020