তর্ক : আরো কিছু কথা।
#মডারেট_মোজলেম দের জন্য
১
"মনসুখ" আয়াত নিয়ে তর্ক আছে।
"মুতাশাব্বিহাত" আয়াত নিয়ে তর্ক আছে।
কিন্তু এগুলোতে আমাদের উপকার নেই।
বরং একটার পর একটা সুরা মুখস্ত করে ফেলুন। উপকার পাবেন।
দরকার "মুশাব্বার" আয়াত, মুখস্তে সহায়ক।
২
কালেমার অর্থ নিয়ে তর্ক আছে।
কিন্তু সেটায় আমাদের উপকার নেই।
বরং বেশি বেশি "লা ইলাহা ইল্লাল্লাহ" পড়েন। উপকার পাবেন।
৩
নামাজ পড়ার পদ্ধতি নিয়ে তর্ক আছে।
বেতেরের রাকাত নিয়ে তর্ক আছে।
কিন্তু এতে আমাদের উপকার নেই।
বরং জামাতের সাথে নামাজ পড়েন।
রাতে তাহাজ্জুদ পড়েন।
এতে উপকার পাবেন।