নামাজের সাথে আরো কিছু আমল :
১
যে কোনো তসবিহ পড়তে পড়তে নামাজে যাই।
যেমন একটা : দিনে ২০০ বার কেউ "লা ইলাহা ইল্লাল্লাহু। ওয়াহদাহু লা শারিকালাহু। লাহুল মুলক ওয়ালাহুল হামদ। ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।" পড়লে তার থেকে বেশি আমল ঐ দিন কেউ করতে পারবে না। নামাজে যাবার সময় আর আসার সময় পড়লেও ২০০ বার হয়ে যাবে।
আরো সোয়াব আছে। এখানে পাবেন
https://www.facebook.com/habib.dhaka/posts/10156096288873176
এধরনের সোয়াবের কথা আরো তসবিহের ক্ষেত্রেও বলা আছে।
২
১০ মিনিট আগে গিয়ে প্রথম কাতারে বসি।
তাতে।
https://www.facebook.com/habib.dhaka/posts/10155997091403176
জোর করে প্রথম কাতারে জায়গা নিলে গুনাহ। রাসুলুল্লাহ ﷺ তাদেরকে জাহান্নামের ব্যপারে সাবধান করেছেন। আগে গিয়ে প্রথম কাতারে দাড়িয়ে প্রথম তকবির যখন মুসুল্লিরা বলে, ঐ তকবিরের মুহুর্তে বিশাল সোয়াবের ভাগি হয়। যেটা পরের কাতারে ধপ করে কমে আসে। আর প্রথম তকবিরের পরে যারা আসে, তারা পায় না।