Post# 1580907999

5-Feb-2020 7:06 pm


পাত্র শর্ট বলে যদি কেউ বিয়ে ভেঙ্গে দিতে চায় তবে তার জন্য তথ্য।

এদেশে ছেলেদের গড় উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। নেটে সার্চ দিয়ে জেনে নিন।

তাই কেউ যদি পাচ ফুট ২ ইঞ্চি হয়, তবে সে "আর দশজনের সমান লম্বা"।
Normal distribution যারা পড়েছেন।

আর ছেলেদের জন্য উপদেশ।
লম্বা হোন খাটো হোন আত্মবিশ্বাস নিয়ে বুক ফুলিয়ে হাটবেন।
পাত্রীদের এই সব নেকামি যেন আপনাকে ডিপ্রেসড না করে।

5-Feb-2020 7:06 pm

Published
5-Feb-2020