নামাজ :
যদি মসজিদে জামাতের সাথে আপনার নামাজ পড়ার সুযোগ এখন থাকে তবে মনে করবেন না এটা সারা জীবন থাকবে। এটা একটা বিশেষ নিয়ামত যেটা জীবনের সব স্তরে মানুষকে আল্লাহ তায়ালা দেন না।
যেমন,
তাই যে সুযোগটা এখন আছে এটা কয়েক বছর পরে হয়তো থাকবে না। আল্লাহ তায়ালার পরিক্ষা। সবার জীবনের সব সময় সমান রাখেন না।
তাই মসজিদে নামাজ পড়ার সুযোগ থাকলে এখনই পড়তে হবে। যত দিন আল্লাহ তায়ালা তৌফিক দিয়ে রেখেছেন।
দাবি : "আমি ছাত্র। আমার সামনে পরিক্ষা"
জামাতে নামাজ পড়াটাও পরিক্ষা। এই পরিক্ষাতেও ফেল করলে জীবনে দ্বিতীয়বার সুযোগ নেই। জীবন একটাই। কোনো বছর দ্বিতীয়বার আসে না।
এটা সময়ের কদর। সুযোগের কদর।
আল্লাহ তায়ালা সবাইকে সমান সুযোগ দেন না।
আল্লাহ তায়ালা যেন আমাদের হক পথে চালান।
- Comments:
- #মডারেট_মোজলেম পোষ্ট।