Post# 1580722136

3-Feb-2020 3:28 pm


আমি বিহিন :

তিরিশ বছর পরে যেন কেউ জেল থেকে মুক্তি পাচ্ছে। সে যেটা বলে না তা হলো :

"আমার এই শেকল থাকবে, আমার এই গরদ কামরা থাকবে, সেই কারা রক্ষি যার সাথে আমার ছিলো বন্ধুত্ব থাকবে, কেবল থাকবো না আমি"

যেমন সন্তান বলে না, "এই মাতৃগর্ভ থাকবে, কেবল জন্মের পরে থাকবো না আমি"

মৃত্যুর সময়ে যদি আমি চিন্তা করি, "দুনিয়াটা এর পরও সূর্যের চারদিকে ঘুরতে থাকবে, কেবল থাকবো না আমি।" তবে আমার দৃষ্টি চলে গিয়েছে পেছনে।

এই দুনিয়ার থেকে অনেক অনেক বড় আল্লাহ তায়ালার বাকি সৃষ্টি।

"কিন্তু মৃত্যু শারিরিক ভাবে কষ্টকর"

এর পরও কাউকে হাজার বছর হায়াত দিলেও সেই দিনটা আসবে যেদিন মৃত্যু আরো ১০ দিন পরে। এই কষ্ট থেকে পলানো নেই। তাই কষ্টের কাজ মানুষ পেছনে ফেলতে পারলে নিজেকে মুক্ত মনে করে।

যেমন মুসা আঃ বলেছিলেন "আরো বহু বছর বেচে থাকলেও যদি এর পরও আমাকে একদিন মারা যেতেই হয় তবে দেরি না। এখনই হোক।"

আমি হীন পৃথিবী, আমি হীন জেলের মতো। আফসোসের কারন নেই। এই দুনিয়া মু'মিনদের জন্য কায়েদখানা।

রাসুলুল্লাহ ﷺ এর মৃত্যুর সময় শেষ কথা বলছিলেন "ইয়া রাফিকাল আ'লা" হে আমার সবচেয়ে উচু বন্ধু। উনার অন্তর পুরো পুরি সেদিকে চলে গিয়েছিলো।

সবারই কয়েকটা দিন, যেগুলো হাতে গননা করা যায়।
.
#মডারেট_মোজলেম

3-Feb-2020 3:28 pm

Published
3-Feb-2020