Post# 1580696486

3-Feb-2020 8:21 am



সমূদ্র ভ্রমন একেবারে ঘটনা বিহিন হবার কথা। চারিদিকে একই রকম থৈ থৈ পানি। মাঝে একটা নৌকা নিয়ে চলা। কি ঘটতে পারে?

এর পরও বিশাল বিশাল কাহিনি-গল্প-ঘটনা হয় সমূদ্র ভ্রমনের সময়।


তেমনি ফজরের নামাজও অনেকটা ঘটনা বিহিন হবার কথা ছিলো। এই জনহীন সকালে কি আর ঘটতে পারে?

এর পরও প্রায় প্রতিদিনের ফজরের নামাজের এক্সপেরিয়েন্স ভিন্ন ভিন্ন। নতুন কিছু। যেরকম ভেরিয়েশন অন্য নামাজে দেখা যায় না।


যেমন গত বছর মিডনাইট ইলেকশনের সময় ফজর পড়তে যেতে দেখি পোলাপাইন ফিরছে। তারা যে তাহাজ্জু পড়া পার্টি এটা পরে জেনেছি।


যেমন আজকে ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে এক সিজদা দিয়েই নামাজ শেষ করলেন। নামাজের শেষে মুসুল্লিদের উপর রাগ দেখালেন "আমারও সন্দেহ হচ্ছিলো, আপনারা চুপ ছিলেন কেন? আপনারা বলবেন না!"

সময় ছিলো বলে নামাজ দ্বিতীয়বার পড়া গিয়েছে। গৃষ্মকালে মাঝে মাঝে সূর্যোদয়ের ঠিক ১৫ মিনিট আগে জামাত হয়, কারন মুয়াজ্জিন সময় বদলাতে ভুলে যায়। তখন হলে দ্বিতীয় জামাতের সময় থাকতো না।

    Comments:
  • যে কোনো পোষ্ট যে কেউ শেয়ার করতে পরেন। অনুমতি নেয়ার দরকার নেই। লিখক হিসাবে আমার নাম দেয়ারও দরকার নেই। "সংগৃহীত" লিখলেও আপত্তি নেই। কোনো কিছু না দিয়ে খালি রাখলেও আপত্তি নেই। কোনো কপিরাইট নেই।
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156435058713176

3-Feb-2020 8:21 am

Published
3-Feb-2020