Post# 1580655265

2-Feb-2020 8:54 pm


নসিহা :


বৃদ্ধ বাপ, মাকে দেখতে হয়। বা নানা নানিকে। বা সন্তানকে যে পঙ্গু। বা বিধবা মেয়েকে সংগে সন্তান?

"যদি তাদেরকে না দেখতে হতো তবে আমার কামাই দিয়ে সংসার চলে যেতো।"

না। বরং তাদের কারনে তোমাকে আল্লাহ তায়ালা রিজিক পাঠাচ্ছেন। "তোমাদের মাঝে দুর্বলদের কারনে তোমাদের উপর রিজিক আসে।"

তোমার বৃদ্ধ পিতা মারা যাক। দেখো কামাইয়ে বরকত কিভাবে কমে যায়।


পঙ্গু। "যদি আমার পাটা ঠিক থাকতো" "আমার রক্তে এই রোগটা না থাকতো"

জান্নাতে সব মুসলিমরাই যাবে। কিন্তু জান্নাতকে আটটা স্তরে ভাগ করো। সারা জীবন নেক আমল করেও পঞ্চম স্তরে যেতে পারা সৌভাগ্যের ব্যপার। অষ্টম স্তর ঐ মেঘের রাজ্যে - আল্লাহর আরশের কাছে।

সারা জীবন পঙ্গু থাকার কারনে যদি আল্লাহ তায়ালা আমাকে পঞ্চম থেকে ষষ্ঠ স্তরেও উঠান তবে এটা বিশাল সৌভাগ্যের বেপার। আমি আমল করে যেটা কখনো পেতাম না।


"কিন্তু সারা জীবন?"

সারা জীবন কত? ৭০ বছর? হাশরের মাঠে মানুষ একত্রিত হয়ে দাড়িয়ে থাকবে ৮০ বছর যে সে কোনো ফিরস্তা বা আল্লাহকে দেখছে না। শুধু অপেক্ষা। আল্লাহ তায়ালা আসবেন। প্রচন্ড ঘামে গরমে রোদে।

৮০ বছর ধরে তুমি অনবরত দাড়িয়ে।
দুনিয়াতে তোমার এক পায়ের কাটানো জীবনের থেকে লম্বা।


অন্ধ। সারা জীবন অন্ধ। "এই দুনিয়ার রং রূপ কিছু তার দেখা হলো না।"

সে প্রথম চোখ খুলে আল্লাহকে দেখবে। এর পর জান্নাতের রং রূপ দেখবে। দুনিয়ার থেকে হাজার গুন যার সৌন্দর্য। সেই প্রথম দেখার আনন্দ তার অনন্ত কাল থাকবে। কখনো শেষ হবে না।


বহু পথ হেটে এসেছি আমাদের রব।
পেছনে আরো সবাই আসছে।
আপনার কাছেই আমাদের ফিরে আসা।

2-Feb-2020 8:54 pm

Published
2-Feb-2020