Post# 1580630791

2-Feb-2020 2:06 pm


তর্ক : কোরআন শরিফ পড়ার আদব।

কোরআন শরিফ খুলে বাম হাতে ধরে পড়ছেন।

কেউ একজন বলবে, "এটা বেয়াদবি। বাম হাতে কোরআন শরিফ ধরতে হয় না।"

ঠিক আছে। ডান হাতে ধরে বাম হাতের আংগুল দিয়ে আয়াত ঢেকে মুখস্ত রিভিউ করছেন।

"হায়রে মানুষ! এদের ছোটকালে কেউ আদব শিখায় নি? বাম আংগুলে কোরআন পড়ে।"

ভালো। রেহালে রেখে পড়তে হবে। কিন্তু এখন খুব কম মসজিদে রেহাল থাকে, কারন কোরআন শরিফ প্রায় কেউ পড়ে না। যত বেশি দেখতাম ছোটকালে। রেহালে রাখলাম।

"এত নিচে কোরআন শরিফ রেখে পড়বেন না। যারা চেয়ারে বসে আছে তাদের পা কোরআন শরিফের উপরে চলে যায়।"

পেছনে চলে গেলেন।

"এরা কোরআন শরিফ পড়ে, কিন্তু মর্যাদা দিতে জানে না। মানুষের পিঠের পেছনে কোরআন শরিফ পড়ে। সামনের কাতারে যান, নয়তো কোরআন বন্ধ করে রাখেন। ইলেম এই সব মানুষের অন্তরে আল্লাহ তায়ালা কখনো দেবে না।"

মসজিদের সাইডে চলে গেলেন। দেয়ালের দিকে মুখ করে পড়ছেন।

"ভাই এইভাবে পড়বেন না, ঘুরে পড়েন। পবিত্রতা রক্ষা করেন।"

ঘুরে পড়ছেন।

"ভাইরে মানুষ চলাচল করছে। আপনি দেয়ালের দিকে মুখ করে পড়েন।"

শেষে মাসহাফ রেখে মোবাইল খুলে পড়ছেন।

"মোবাইলে কোরআন পড়া আলেমরা নিষেধ করে। কেউ কেউ বলেন তো এটা প্রস্রাবের পাতিলের মতো... ছুড়ে ফেলে দাও। এটা নিয়ে আপনি টয়লেটে যান না?...."

বহু পরে জেনেছি এটা মাওলানা সা'দ সাহেবের শিক্ষা।

সবগুলো নিজের বা পাশের জনের উপর প্রয়োগ করা এক্সপেরিয়েন্স।

মক্কা শরিফে দেখতাম ফ্লোরের উপর রেখে কোরআন শরিফ পড়ে। দেশে কখনো ট্রাই করি নি। "কুফর বাওয়া" খেতে সময় লাগবে না তাহলে।

"তবে শিক্ষা কি?"

আদব শুধু মাত্র নিজের আমলের জন্য মনে করে করতে হবে। অন্যকে ধমক দিয়ে আদব শিখাতে গেলে, না নিজের আদব হবে, না অন্যকে শিখানো হবে। কারন একেকজনের আদবের দৃষ্টি একেক রকম।

আদব নিয়ে উচ্চ বাচ্য শুধু মাত্র আমি বেয়াদবদের করতে দেখেছি। আখলাক ওয়ালাদের দেখেছি নিজে নিজে আমল করতে। পাশের জন তাকে দেখে পেসিভলি আদব শেখে।

একটু হেকমতের সাথে, "ভাই একটা কথা বলি কিছু মাইন্ড খাবেন না" "মাইন্ড করলেন নাকি?" "আপনার ভালোর জন্য বলেছিলাম" এই ধরনের নম্র কথা শুনেও কেউ আদব শিখে না।

আল্লাহ তায়ালা আমাদের আদব-আখলাকের উপর রাখুন।

2-Feb-2020 2:06 pm

Published
2-Feb-2020