Post# 1580606555

2-Feb-2020 7:22 am


তর্ক : "লা ইলাহা ইল্লাল্লাহ" এর অর্থ কি?


হানাফি : আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই।

সালাফি : কেউ অর্থ "আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই" করলে সে কাফের হয়ে যাবে। আকরামুজ্জামান সাহেবের কথা
https://www.youtube.com/watch?v=dyzkcbfj8Xs
এবং মতিউর রহমান মাদানি সাহেবের থেকেও একই কথা আছে।

ইখওয়ান : আল্লাহ ছাড়া কোনো "বিধান দাতা" নেই।
কারন আরবের কাফেররাও আল্লাহকে বিশ্বাস করতো কিন্তু উনাকে বিধান দাতা হিসাবে মানতো না।

তবলিগ : কোনো কিছু থেকে কিছু হয় না সব কিছু আল্লাহ থেকে হয়।

ডঃ জাহাঙ্গির স্যার : তবলিগে যে অর্থ বলে সেই অর্থটা ঠিক না।

বড় পন্ডিতগণ : "ইলাহ একটা আরবি শব্দ। ইলাহ এর কোনো অনুবাদ হয় না। ইলাহ অর্থ ইলাহ -ই" হাই থটের কথা।

আরো বড় পন্ডিত : "কালেমার অর্থ ব্যপক। এক কথায় বলা যায় না" এর পর এর উপর বিশাল লেকচার। ২ ঘন্টা পরে "... এই সবগুলোই কালেমার অর্থ"

নেটিজেন : "এই ১০টা পিডিএফ পড়েন, কালেমার অর্থ পাবেন।"

পশ্চিমা আলেমরা : "There is no God, but The God"

এন্টি-মডারেট বড় ভাই : আল্লাহকে গড বলা নিষেধ। কারন এ দ্বারা ...।

তরিকত-পন্থি : এর সাথে মুহাম্মদুর রাসুলুল্লাহ না বললে নবুওতকে অস্বিকারকারি। ওহাবিরা কাফের।

তারেক মুনাওয়ার : মুহাম্মদুর রাসুলুল্লাহ পড়া যাবে না। পড়লে "মুহাম্মাদ খোদা নেহি, খোদা ছে জুদা..." এর উপর আমল করা হবে।
https://www.youtube.com/watch?v=sejgH4Dm1NU


"শিক্ষা কি?"

আমাদের মতো সাধারনদের এই তর্ক জানা বা বুঝার কোনো দরকার নেই। আলেমদের তর্ক তারা করবে। এগুলো না জেনেও আমি বিশ্বাস করবো আমি হকের উপর আছি। যে যাই বলুক।

আর যদি কালেমার অর্থ নিয়ে ফেসবুকে কিছু বলেন, তবে যাই বলেন না কেন, বিভিন্ন "পন্থিরা" জুটে যাবে আপনাকে "হকের উপর" আনার জন্য। কারন আপনি "জানেন না", যা জানেন "ভুল জানেন"। এবং আপনার "ঈমান নেই"। থাকলেও আপনি "বাতেল"।


সবচেয়ে ফান্ডামেন্টাল কালেমার অর্থ নিয়েও বহু তর্ক আছে।

তাই সাধু সাবধান।

    Comments:
  • I guess you haven't heard of this "negate first" then "affirmate" explanation from our local scholars before.
  • Age. You will hear more and more. And when you reach my age, you will be tolerant of it all. Haven seen it all, haven heard so much from so many.

2-Feb-2020 7:22 am

Published
2-Feb-2020