Post# 1580524394

1-Feb-2020 8:33 am


একজন ধরেন ছোটখাটো কোনো বিষয় নিয়ে কমেন্টে push করতে থাকলো। আমি গ্রহন করলাম না। কারন এগুলো মানলেও আমি ঘাটে ঘাটে ধাক্কা খাবো, কুফরি, পথভ্রষ্ট, বাতেল ফতোয়া খাবো। না মানলেও অন্য দল থেকে খাবো।

এখন তার এই nitpicking ইগনোর করলাম। সমাধান হয়ে গেলো?

না। তার কথা না মানার কারনে এর পর সে হয়ে যাবে আমার "পথভ্রষ্টতার" বিরুদ্ধে ওয়াচম্যন, গার্ড। আস্তে আস্তে তার "এটা করবেন না" "সেটা বলবেন না" কথাগুলো হয়ে যাবে "এটা দিয়ে বুঝা যায় আপনি কত পথভ্রষ্ট" "মানুষকে আর বিভ্রান্ত করবেন না" "নিম মোল্লা খতরে জান" হাজারো আক্রমন।

Nitpicking এর সমাধান কি? তার সাথে আমার পার্সোনেলিটি মিলছে না। তাকে গোড়াতেই ব্লক করে দেয়া। সমস্যা সমাধান। সে তার সম-মনাদের অন্যজায়গায় খুজে নিক।

টলারেট করলেও ব্লক করতে হবে একদিন। কিন্তু চার মাস আগের ছোট সমস্যা ততদিনে বিশাল হয়ে উঠেছে।

    Comments:
  • media isn't reliable. gov isn't either. facebook isn't either. wikipedia isn't. cnn isn't, fox isn't. usa isn't, china isn't.

    we pick what to believe based on our individual experience out of it all. thanks.

1-Feb-2020 8:33 am

Published
1-Feb-2020