Post# 1577790992

31-Dec-2019 5:16 pm


"আজহারি সাহেব ডিগ্রি নিয়ে এসেছেন, কিন্তু আল-আজহারের মানহাজ শিখে আসতে পারেন নাই।"

এটা কমন উক্তি। সব দিকে দেখছি। যেমন :

"আমি নিজে আল আযহার বিশ্ববিদ্যালয়ে পড়ে এসেছি। সে থেকে বলছি আযহারি সাহেব আযহারের মানহাজের উপর নেই।"

এখন ব্যপার হলো ভাই, আপনি আল আযহার বিশ্ববিদ্যালয়ে যা শিখতে চেয়েছেন সেটা পেয়েছেন। আযহারি সাহেব যা শিখতে চেয়েছে সেটা পেয়েছে। শিক্ষা এক না বা সবাই এক শিক্ষা নিয়ে আসে না।

যেমন, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ছেলে দেওবন্দ পড়ে এসে বলছেন উনি সেখানে দেখে এসেছেন সবই আহলে হাদিস পন্থি। এর উস্তাদ শিক্ষা সহ।

আবার মদিনা ভার্সিটির একাধিক ছাত্র ফেসবুকে পোষ্ট দিয়ে বলছে সেখানে লা-মাজহাবির কোনো নাম গন্ধও নেই। সবাই চার মাজহাবের যার যারটা অনুসরন করছে।

কি বুঝবেন। কার কথা দিয়ে কাকে ভুল বলবেন?

আমি দেখি এভারেজটা, ট্রেন্ড। অধিকাংশের কথায় কি বুঝা যায়? বা বেসিক্যলি আযহার বিশ্ববিদ্যালয়ে না পড়ে আমি নিজে ঐ বিশ্ববিদ্যালয় সম্পর্কে কি বুঝলাম, আর আযহারি সাহেব পড়ে এসে কি বুঝলেন। সেটা মিলে কিনা।

কতটুকু মিলে?

২০০০ এর দশকে আযহার বিশ্ববিদ্যালয়ের ব্যপারে খবর বেরুতো এর সব চেয়ে বড় মুফতি প্রচন্ড ভাবে মেয়েদের নিকাবের বিরোধি [নিকাব = শুধু মুখের উপরের আবরনটা, মাথার উপরেরটা না]। যেন এটা একেবারে নিষিদ্ধ। পাপ। পড়া যাবে না। ক্লাসের ভেতর আল আযহারের উস্তাদ মেয়েদের নিকাব টেনে ছিড়ে ফেলার খবরও আসতো পেপারে।

এখানে পাবেন কভারেজ, ইংরেজিতে
https://www.islamicity.org/3670/sheik-of-al-azhar-bans-face-veil/

প্লাস আরো ঘটনা : এক মেয়ে নিকাব পড়ে এসেছে। উস্তাদ বলে "দাড়াও। নিকাব পড়েছো কেন? কই পাইছো এই সব?"

মেয়ে জানে উস্তাদের কি যুক্তি-দলিল-তর্ক। তাই সব কাটিয়ে সরাসরি বললো, "এটা আমাদের কালচার। আমরা সবসময় পড়ি আমার মাও পড়তেন। ইসলামি কারনে পড়ি নাই।" -- সব যুক্তি শেষ। এর পর কি হয়েছিলো জানা নেই। নেটে খুজলে কাহিনি পাবেন।

এখন আযহারি সাহেব যদি ঐ সময়ে আল আযহার বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকেন তবে আযহারের মানহাজ কতটুকু শিখে এসেছেন?

বেশি ভালো শিখতে পারেন নি আমিও বলবো। কারন উনি বলছেন "নিকাব পড়া আরো উত্তম, পক্ষে অনেক যুক্তি দেখালেন, শেষে বললেন না পড়লে কাউকে খারাপ বলা যাবে না।" এটা আযহারের যে শিক্ষা, তার থেকে কিছু ভিন্ন। এই দোষ।

ভিডিও এখানে :
https://youtu.be/3hbYOwE2ujo?t=120

"কিন্তু এই শিক্ষা আমাদের নিজেদের মানহাজ বিরোধি।"

সেটাই। সে ক্ষেত্রে উনার থেকে ইলম শিখবেন না।
নিজ নিজ আলেমদের অনুসরন করুন।

কিন্তু সবাই আপনার মানহাজ অনুসরন করে সেটা মনে করছেন কেন?

31-Dec-2019 5:16 pm

Published
31-Dec-2019