"যারা দ্বিনকে খেল তামাশার বিষয় বানিয়েছে..."
জানিনারে ভাই। আপনারা যখন আকিদা নিয়ে তর্ক করতে থাকেন তখন আমার মনে হয় দ্বিনকে আপনারাই খেল তামাশার বিষয় বানাচ্ছেন।
তাই দুই জনের বোধের বিশাল পার্থক্য আছে।
ব্যসিক্যলি আমি দেখি বক্তা অন্য মুসলিমদের আক্রমন করছে কিনা। বাতেল কাফের পথভ্রষ্ট বলছে কিনা। উনার কথায় দ্বিনদ্বার মুসলিমদের মাঝে গ্রুপিং মারামারি কাটাকাটি আরম্ভ হচ্ছে কিনা। এটাকে বলে hate mongering.
নেই? তো উনার ফিকহি আদব আখলাক আবেগ কথার পার্থক্য আমার কাছে বড় কোনো বিষয় না। সব কিছুতে ছাড় দেবো।
"কিন্তু দ্বিনের সব বিষয়ে ছাড় দিতে দিতে তো আপনাদের মতো মডারেটরা দ্বিনকে ....."
রুহামায়ু বাইনাহুম -- বলতে আমি এটাই বুঝি।