Post# 1577744694

31-Dec-2019 4:24 am


মসজিদে দ্বিতীয় জামাত পড়ার ব্যপারে ফতোয়া :

প্রশ্ন :
আমি মসজিদে জামাতে সহিত নামাজ পড়তে গেলাম , দেখা গেল যে, জামাতে নামাজ শেষ হয়ে গেল ঐ মুহূতে কি সানি জামাত পড়া যাবে। ইমাম সাহেব বলল যে, যে মসজিদে ইমাম ও মুয়াজিন স্থায়ীভাবে থাকবে সেখানে সানি জামাত পড়া যাবে না । (আর এই কথাটা কতটুকু সত্য )

উত্তর :
যদি উক্ত মসজিদটি আপনার স্থানীয় মসজিদ হয়, তাহলে হঠাৎ এমন হয়ে গেলে আপনার জন্য দ্বিতীয় জামাত মসজিদের বারান্দায় বা প্রথম জামাত যেখানে হয়েছিল সেখান থেকে একটু সরে গিয়ে পিছনে এসে পড়া যাবে। তবে এটাকে অভ্যাসে পরিণত করা যাবে না। অর্থাৎ নিয়মিত এভাবে দ্বিতীয় জামাত করা মাকরূহ হবে।

হঠাৎ একদিন দু’দিন হলে সমস্যা নেই।

আর যদি মসজিদটি স্থানীয় মসজিদ না হয়, বরং সফরের রাস্তায় হয়, তাহলে যেকোন অবস্থায় দ্বিতীয় জামাতে কোন সমস্যা নেই।

- লুৎফুর রহমান ফরায়েজী।

    Comments:
  • এটা আমি আগে যা জানতাম তার থেকে বেশি পারমিসিভ। মানে অনুমতি দেয়া আছে। এখনো এলাকার লোকেরা মনে করে দ্বিতীয় জামাতের কোনো অনুমতিই নেই।

31-Dec-2019 4:24 am

Published
31-Dec-2019