শুভাকাংখি : "এই যে আজহারি সাহেবের পক্ষে ওকালতি করছো, লাভ কি তোমার?"
আমি : মানে নিজের অবস্থান পরিষ্কার রাখার ....
"তোমার অবস্থান কে জানতে চেয়েছে? তাতে কার কি? আর কিছুদিন পরে যদি আযহারি সাহেবের নামে নতুন কেলেংকারি প্রকাশিত হয়ে পড়ে তখন কি করবে?"
পল্টি দেবো। ডিগবাজি।
"নুমান আলি খানের সময় যেমন দিয়েছিলে?"
হ্যা।
"সারা জীবন কি পল্টি আর ডিগবাজি দিয়ে কাটাবে?"
আগুন থেকে বাচার জন্য যতবার পল্টি আর ডিগবাজি দিতে হয় দিয়ে যেতে হবে। এটা কম। তবে বড় কোনো কেলেংকারি বের হবার আগে পর্যন্ত সাপোর্ট করে যাবো।
এখন পক্ষে বলছি আমি আগুন থেকে বাচার জন্য।
তখন বিপক্ষে বলবো আগুন থেকে বাচতে।
এর পর সবকিছু কিছুক্ষন চুপ।
ঠান্ডা মাথায় চিন্তা করছি। আচ্ছা, এগুলো কিছুই না করে যদি একা একা বসে আল্লাহর জিকির ইবাদত শুধু করি -- তবে এটা এর থেকে ভালো না?
আমাকে ফেসবুক মুজাহিদ হতে বলেছে কে?