Post# 1577715156

30-Dec-2019 8:12 pm


কালচারের পার্থক্য আছে। আমি এক কালচারে বড় হয়েছি, অন্যরা অন্য কালচারে।

নোয়াখালির কোনো লোক যদি নোয়াখাইল্লা ভাষায় রাসুলুল্লাহ ﷺ এর সিরাত বর্ননা করতে থাকে তবে আমার কাছে মনে হয় উনি জোক করছেন। হেয় করছেন। তামাশা করছেন। আর এমন কিছু নিয়ে তামাশা করছেন যেটা "খেল তামাশার বিষয় না"।

আমার গায়ে যদি জোশ থাকে, যদি মহব্বত থাকে, যদি "আল্লাহর নবীর জন্য একটুও অন্তর কাদে" তবে আমি তলোয়ার নিয়ে উনার উপর ঝাপিয়ে পড়বো নিজের মহব্বত প্রমান করার জন্য। এর পর আশা করবো মুসলিমরা বিশাল করে আমার জানাজা পড়বে, আমার হাশর হবে ইলমুদ্দিনের সাথে।

আমি ঢাকা শহরে বড় হয়েছি ইংরেজি পড়ে। নোয়াখালির ভাষাটাই আমার কাছে তামাশা।

আপনি কি বলবেন?

    Comments:
  • ^ আপনাদের কয়েক গ্রুপের কাছে বেয়াদপ। বাকিদের কাছে না।

30-Dec-2019 8:12 pm

Published
30-Dec-2019