Post# 1577709071

30-Dec-2019 6:31 pm


আনাস বিন মালিক রা: বলেন রাসুলুল্লাহ ﷺ আমাকে বলেছেন :

হে ছেলে। তুমি যদি এমন ভাবে সকাল আর সন্ধা পার করতে পারো যে কাউকে প্রতারিত করার ইচ্ছা তোমার অন্তরে নেই তবে তাই করো।

এর পর বললেন,

হে ছেলে। এটা আমার সুন্নাহ। আর যে আমার সুন্নাহকে জিবিত করলো সে আমাকে ভালো বাসলো। যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে।

"‏ يَا بُنَىَّ إِنْ قَدَرْتَ أَنْ تُصْبِحَ وَتُمْسِيَ لَيْسَ فِي قَلْبِكَ غِشٌّ لأَحَدٍ فَافْعَلْ ‏"‏ ‏.‏ ثُمَّ قَالَ لِي ‏"‏ يَا بُنَىَّ وَذَلِكَ مِنْ سُنَّتِي وَمَنْ أَحْيَا سُنَّتِي فَقَدْ أَحَبَّنِي ‏.‏ وَمَنْ أَحَبَّنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ ‏"‏

‏.‏ وَفِي الْحَدِيثِ قِصَّةٌ طَوِيلَةٌ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ ‏.‏

আবু ইসা বলেছেন এই বর্ননায় হাদিসটা হাসান গরিব।

তিরমিজি।
https://sunnah.com/tirmidhi/41/34

যারা সুন্নাহ নিয়ে তর্কে ব্যস্ত। রাসুলুল্লাহ ﷺ এর মহব্বত নিয়ে সংঘর্ষে আছেন তাদের জন্য একটা হাদিস যেখানে রসুলুল্লাহ ﷺ নিজে বলেছেন "এই কাজটা আমার সুন্নাহ"। সরাসরি এই কথা রাসুলুল্লাহ ﷺ খুব কম বলেছেন। বস্তুতঃ আমার চোখে শুধু এই হাদিসটাই পড়েছে। তাই সুন্নাহ কি সেটা বুঝার জন্য বার বার এই হদিসটার কথাই আমার মনে হয়।

আল্লাহ তায়ালা আমাদেরকে জান্নাতে উনার সংগে যেন রাখেন।

    Comments:
  • ^ কালচারের পার্থক্য আছে। আপনি এক কালচারে বড় হয়েছেন, আজহারি সাহেবের ভক্তরা ভিন্ন কালচারে।

30-Dec-2019 6:31 pm

Published
30-Dec-2019