Post# 1577628708

29-Dec-2019 8:11 pm


তবলিগের কথা চিন্তে করছিলাম :

ইজতেমা সামনে। এর পর সব কিছু আরো ক্লিয়ার হবে। কিন্তু এ থেকে এখন কি শিক্ষা? ৩০-৪০ বছর ধরে একটা কাজ যদি আপনি করে-থেকে-দেখ আসেন তবে শেষ প্রান্তে এসে প্রশ্ন জাগতে পারে কি পেলাম।

ধরি এতাতিরাই ভুল।

কিন্তু অনেক জোর গলায় বার বার বলতেন না -- যারাই এই কাজের সাথে থাকবে তারা পথ হারা হবে না। এতাতিরাতো কাজের সাথে ছিলো। আরো মজবুত ভাবে।

"উসুলের সাথে থাকতে হবে। বে উসুলি করলে কাজ থেকে ছুটে যাবে।"

উসুলের সাথে থাকা বলতে আপনি বলতেন নিজামুদ্দিন থেকে যেভাবে বলে সেভাবে চলা। এতাতিরাতো এখনো নিজামুদ্দিনের সংগে আছে।

"নিজামুদ্দিন বলে শর্ত না। ইট-দেয়ালের সংগে এর সম্পর্ক নেই।"

তবে কি মুরুব্বিদের কথা মতো চলতে হবে -- সেটায় জোর দিবেন? এতাতিরাই ছিলো মুরুব্বি। মুরুব্বিদের বড় অংশ এখনো এতাতি। যেমন শিকদার স্যার।

এর থেকে আমাদের কি শিক্ষা? যখন শিক্ষার বড় বড় রুলগুলো ২০-৩০ বছর পরে ভেঙ্গে পড়ে যায়। তবে কি সেই শিক্ষাগুলো ঠিক ছিলো না?

আচ্ছা। এখন আমাদের নতুন যে রুলগুলো শিখানো হচ্ছে, তার কোনটা কোনটা ২০ বছর পরেও ঠিক থাকবে?

এই সমস্ত ঘটনা থেকে আমার শিক্ষা কি?
পথ চলছি আর ভাবছি।

    Comments:
  • পোষ্টটা তবলিগওয়ালাদের জন্য। "তবলিগ পছন্দ করি না/আগেই বলছিলাম" জাতিয় কমেন্ট করা থেকে বিরত থাকুন। এটা আপনার জন্য ছিলো না।

29-Dec-2019 8:11 pm

Published
29-Dec-2019