Post# 1577586067

29-Dec-2019 8:21 am


উক্তি : "মুফতি কাজি ইব্রাহীম সাহেবকে থামিয়ে দেয়া উচিৎ।"

কেন? এখন উনি যদি কোনো দল বা গোষ্ঠির রিপ্রেজেন্টেটিভ হন এবং উনার কথা ঐ দলের শিক্ষার বিপরিত হয়, তবে উনি যে দলের সদস্য সেই দলের নেতারা উনাকে থামাতে পারেন। "আপনার কথায় মানুষ আমাদের দলের সম্পর্কে খারাপ জানবে, তাই এসব বলবেন না নচেৎ দল থেকে বহিষ্কার করা হবে।"

সেটা যদি না হয়, তবে আপনার কথা ভালো, উনার কথা মন্দ -- তাই উনি নিজের কথা না বলে আপনার শিখিয়ে দেয়া কথাই উনাকে বলতে হবে -- এটা মনে করছেন কেন?

আপনার ভালো লাগলে উনার কথা শুনেন। না ভালো লাগলে যার কথা ভালো লাগে তার কাছে যান। উনার কথা ভালো লাগে এমন বহু মানুষ আছে -- তাদেরকে শুনতে দিন।

29-Dec-2019 8:21 am

Published
29-Dec-2019