Post# 1577366687

26-Dec-2019 7:24 pm


সাইদ খোকনের ছোট কয়েক লাইনের খবরে যে এত কিছু আছে জানতাম না।

প্রথমতঃ "অঝোরে কাদলেন সাঈদ খোকন। বললেন *কঠিন সময়*।"

আমাকেও কাদালেন। কঠিন সময় আমি জানি। বলে আসছি।

"আমার বাপ নেই, *নেত্রী* ই আমার বাপ মা।"

কান্নাও নেত্রীর জন্য?

"এই সময় আমি যেন *কামিয়াব* (সফল) হই, সে জন্য আপনাদের দোয়া প্রয়োজন।"

উনি কি তবলিগে সময় লাগিয়েছেন? কারন শব্দটার ব্যবহার একটা ইন্ডিকেটর।

"আল্লাহকে *হাজির-নাজির* করে বলি, আমি কখনো কর্তব্যে অবহেলা করিনি"

আকিদার কথা। এখন উনি আশারি-মাতুরিদি, বা হুলুল আকিদায় বিশ্বাসি কিনা, সেটা প্রশ্ন। :-)

26-Dec-2019 7:24 pm

Published
26-Dec-2019