Quote : "একমাত্র রেমিটেন্স ছাড়া অর্থনীতির অন্য সব সূচকের অবস্থা এখন খারাপ। রপ্তানি বাণিজ্যে ধস নেমেছে। রাজস্ব আদায় কমছে। মূল্যস্ফীতি উর্ধ্বমুখী। চাপে বিদেশি মুদ্রার রিজার্ভ। আমদানিও কমছে। বিনিয়োগে খরা কাটছে না। ব্যাংকে খেলাপি ঋণের পাহাড়। শেয়ারবাজারে তো মন্দা লেগেই আছে।"
একটা নতুন বছর, নতুন দরজায় বাংলাদেশ।
কোনো জালেম সরকারের অন্য দিকে ভালো যে আল্লাহ তায়ালা যখন একটা কিছু থেকে মানুষকে বঞ্চিত করেন, তখন অন্য দিক থেকে কিছু একটা বেশি দিয়ে দেন।
এর পর মন্দটা যখন সরিয়ে নেন, তখন ভালোটাও হারিয়ে যায়।
"সবসময় ভালো দিয়ে রাখতে পারেন না?"
এটাই পরিক্ষা। পরিক্ষায় সব সময় সহজ প্রশ্ন আসতে পারে না? তবে সবাই সমান নম্বর পেতো। ভালো, মন্দ, লেখাপড়া করা, না-করা, যে জানে, যে জানে না নির্বিশেষে। পরিক্ষা কঠিন হয় এই পার্থক্যটা বের করার জন্য।
দুনিয়ার পরিক্ষাও তাই। অল্প কিছু দিন আমরা আছি এখানে। পুরো সময়টা পরিক্ষা। একটা শেষ হলে অন্যটা দিয়ে। স্থায়ি ঠিকানা জান্নাতে।